জলে আঁকা ভাগ‍্যরেখা - শুক্কুর চৌধুরী

জলে আঁকা ভাগ‍্যরেখা - শুক্কুর চৌধুরী
জলে আঁকা ভাগ‍্যরেখা - শুক্কুর চৌধুরী

কারো সাথেই আমার বিরোধ নেই
যত যত রাগ ক্ষোভ অভিমান নিজে নিজেই
হ্যাঁ খানিক অনুযোগ ছিলই সেও ভাগ্যের সাথেই !

নিজেই কি এঁকেছি ভাগ‍্যের লেখা
কে দিল এঁকে
জলে আঁকা টলমল একবিন্দু ভাগ্যরেখা,
যাচ্ছিল দিন ভালোই স্বপ্ন প্রত্যাশাহীন একা
কেন অবেলায় তাহার সনে নিয়তি করে দিল দেখা !

কোন কালে বিষুবরেখার উজ্জ্বল করতলে
স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে হারিয়েছি সুনামির কবলে,
সেই ধকল কাটিয়ে অবশেষে
বেচেঁ বর্তে ছিলাম বেড়াহীন একচালায় কায়ক্লেশে
কেন তার সাথে হল পরিচয়
বিভ্রমে উদাসীন বেশ ছিলেম একাকিত্বে অসহায় !

গোধুলীর ম্লান আলো
স্বপ্নের দিগন্তে ছড়ালো সোনাঝারা ঝলকানি
ভুলে যাই অতীত ব্যার্থতার বিরহ্ গ্লানি,
আবার পতিত ভূইয়ে
নবউদ্যমে প্লাবনের পলিতে ঘর্মাক্ত চাষাবাদ
আবার নুতন করে ভালবাসার জেগেছিল সাধ !

সবই কি মম ভাগ্যরেখার কারসাজি
রেখে গেল কেন জীবন মরনের মাঝামাঝি,
বোধশোধ নাই জ্যান্ত নাকি জিন্দালাশ হয়ে গেছি
জানতে ইচ্ছে করে সে কি আছে সুখের কাছাকাছি !!!

লেখাঃ শুক্কুর চৌধুরী
রচনাঃ ১১ মে২০১৯খ্রীঃ,চট্টগ্রাম।