জাল দলিল করে অন্যজনকে মালিক সাজিয়ে সীতাকুণ্ডের এক প্রবাসীর সম্পত্তি বিক্রি!  

জাল দলিল করে অন্যজনকে মালিক সাজিয়ে সীতাকুণ্ডের এক প্রবাসীর সম্পত্তি বিক্রি!  
জাল দলিল করে অন্যজনকে মালিক সাজিয়ে সীতাকুণ্ডের এক প্রবাসীর সম্পত্তি বিক্রি

পোস্টকার্ড ডেস্ক ।। 

সীতাকুণ্ডে জাল দলিল করে অন্যজনকে মালিক সাজিয়ে প্রবাসীর সম্পত্তি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক জাহাঙ্গীর সৌদিআরবে চাকুরি করছেন। কিন্তু দেশে অন্য একজনকে জাহাঙ্গীর সাজিয়ে তার জায়গা বিক্রি করে দিয়েছে একটি জালিয়াত চক্র! আর প্রতারকদের কাছ থেকে জায়গা কিনে সেখানে ঘরও নির্মাণ করে ফেলেছেন ক্রেতা। ঘটনাটি জানাজানি হবার পর প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করলেও কোন সুফল মেলেনি।

সম্প্রতি সীতাকুণ্ডে আয়ােজিত সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আবুনগর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র সৌদি প্রবাসী মাে. জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি বিদেশে থাকা অবস্থায় এভাৰে জালিয়াতি করে বাঁশবাড়িয়া মৌজার ৯১১৩ নং দাগের ১ শতক ৪০ পয়েন্ট জায়গা বিক্রির ঘটনা জানতে পেরে দেশে ফিরে তিনি ভূমিদস্যুতার অভিযােগ এনে কামাল মেম্বার, আবদুল মালেক, জামাল উদ্দিন, রিয়াজ জয়, জিয়া জনি, অমল চৌধুরী, লিটন, আবদুল গনি, নুর মােস্তফা, মাইমুন উদ্দিন, দেলােয়ার ইসলামদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া থানায় অভিযােগ দিলেও এসআই রবিচরণ তদন্তের ভার পেয়ে কোন পদক্ষেপ নেননি। বরং মামলা ও অভিযােগ করায় এখন উপরিউক্ত আসামিরা তাকে মামলা তুলে না নিলে চরম ক্ষতি হবে বলে ব্যাহত হুমকি দিচ্ছে। তাই তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

খালেদ / পোস্টকার্ড ;