ঢাকা বিশ্ববিদ্যালয়ও অংশ নিচ্ছে না সমন্বিত ভর্তি পরীক্ষায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ও অংশ নিচ্ছে না সমন্বিত ভর্তি পরীক্ষায়

শিক্ষাঙ্গন ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি) এবার সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে সরে এসেছে । সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না বলে ঘোষণা দেয়।

ঢাবি কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের অনেকেই উপস্থিত ছিলেন। এ সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা ছাড়াও বাণিজ্যিকভাবে পরিচালিত সান্ধ্যকালীন কোর্স নিয়েও আলোচনা হয়।

প্রসঙ্গত, আগামী বছর থেকে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।