দেশে এই মূহূর্তে করোনায় আক্রান্ত মানুষ নেই: আইইডিসিআর

দেশে এই মূহূর্তে করোনায় আক্রান্ত মানুষ নেই: আইইডিসিআর
দেশে এই মূহূর্তে করোনায় আক্রান্ত মানুষ নেই: আইইডিসিআর

পোস্টকার্ড নিউজ।।

 

দেশে এই মূহূর্তে করোনায় আক্রান্ত মানুষ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শনিবার (১৪ মার্চ) সকালে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে ৩ জন করোনায় আক্রান্তের দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকী একজনের টেস্ট নেগেটিভ এসেছে গতকাল। ২৪ ঘন্টা পর আমরা আরেকটি পরীক্ষা করবো, সেখানে নেগেটিভ আসলে তাকে বাসায় পাঠানো হবে। বাংলাদেশে করোনার উপস্থিতি নেই, সুতরাং আতঙ্কিত হবার কোন কারণ নেই। করোনা প্রতিরোধে সবাই সম্মিলিত ভাবে কাজ করছি।

স্কুল কলেজ বন্ধ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত দেইনি। বাংলাদেশে সংক্রমণ কিন্তু সেইভাবে নেই। যেই তিন জনের সংক্রমণ ছিলো তারাও নেগেটিভ হয়েছে। আমরা সতর্ক রয়েছি। পরিস্থিতি বিচার বিশ্লেষণে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। স্কুলগুলো কি সিদ্ধন্ত নেবে সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

তিনি আরো বলেন,গত ২৪ ঘন্টায় আমরা হটলাইনে কল পেয়েছি ৩ হাজার ৬ শ ৮৫ টি। এর মধ্যে ৩ হাজার ৬ শ ৩ টি কল ছিলো করোনা সংক্রান্ত। আইইডিসিআর এসে সেবা গ্রহন করেছেন ৩১ জন। এই পর্যন্ত ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আইসোলেশনে আছেন যাদের করোনা সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করছি অথবা আক্রান্ত দেশ থেকে এসেছেন, এরকম ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্য দিকে প্রাতিষ্ঠানিক ভাবে ৪ জজকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে।

তিনি আরো বলেন,ইতালি ফেরত ১৪২ জন প্রবাসী বাংলাদেশীকে আশকোমা হাজী ক্যাম্পে পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে উচ্চ তাপ মাত্রা পাওয়া যায়নি। সে দিক থেকে এই মূহূর্তে তাদের মধ্যে করোনা উপসর্গ নেই।