নগরীর বিল র্বোড দ্রুত অপসারণের জন্য চসিক প্রসাশক সুজনের নির্দেশ 

নগরীর বিল র্বোড দ্রুত অপসারণের জন্য চসিক প্রসাশক সুজনের নির্দেশ 
নগরীর বিল র্বোড দ্রুত অপসারণের জন্য চসিক প্রসাশক সুজনের নির্দেশ 

পোস্টকার্ড প্রতিবেদক।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন গত ৬ আগস্ট এর দায়িত্ব গ্রহন করার পর প্রথম বক্তব্যে দুর্নীতিবাজদের তওবা করতে বলেছিলেন। ঠিক তার একদিন পর তেল চুরির দায়ে বরখাস্ত করেন চসিক ড্রাইভারকে।একইভাবে গতকাল এক বিল র্বোডও তার ‍দৃষ্টি গোচর হলে দ্রুত অপসারণের জন্য নির্দেশ দেন। পরপর এই দুইটি ঘটনা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করার নগরীতে বেশ সুনামের সহীত প্রশাসককে নিয়ে আলোচনা দেখা দিয়েছে।

সাধারণ মানুষসহ বিশিষ্টজনরা বলছেন, এই ধারা অব্যাহত হলে, সুনিশ্চিত চট্টগ্রাম নগরী হবে এক অসাধারণ বাসযোগ্য নগরী। এইসব বিষয়ে তিনি বলেন, আমার মেয়াদকালে অনিয়ম-দুর্নীতিতো প্রশ্নেই আসেনা এবং যে পরির্বতন আসবে। তা নগরবাসী স্বচক্ষে দেখবেন।

এছাড়া তিনি বিল বোর্ডের বিষয়ে তার ফেস বুকে তুলে ধরেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন অবিলম্বে বিলবোর্ডটি অপসারণ করা হয়। আরো তথ্য পেয়েছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন পানির ভাউচার চালকও এ কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো। আমার নির্দেশনা পাওয়ার দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিলবোর্ডটি অপসারণ করেছে। আমি স্পষ্টভাবেই বলতে চাই কোন অবস্থায় কাউকে কোন অজুহাতে বিশৃঙ্খলা কিংবা বিলবোর্ড বা অন্য কোন বিষয়ে অবৈধ কিছু করতে দেওয়া হবে না। তিনি আরো উল্লেখ করেন, চট্টগ্রামের ৬০ লক্ষ মানুষকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দেখতে চাই।