নতুন করে চট্টগ্রানে আরও ১৪৮ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৩,৩৪৬ জন

নতুন করে চট্টগ্রানে আরও ১৪৮ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৩,৩৪৬ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রানঘাতী মহামারী করোনায় চট্টগ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  বুধবার (২২ জুলাই) ৭টি ল্যাবে ১০৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৮৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৬১টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১১টি, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১০০টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ২২ জন, সিভাসুতে ৭ জন, চমেকে ৩৯ জন, চবিতে ২৯ জন, ইম্পেরিয়ালে ২২ জন, শেভরণে ২৭ জন ও কক্সবাজার মেডিকেল কলেজে ২ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১০৭৮টি নমুনা পরীক্ষা করে মোট ১৪৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১১৬ জন নগরীর এবং ৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন ।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৩২ জনের মধ্যে টানা তৃতীয় দিনের মতো শীর্ষস্থান ধরে রেখেছে রাউজান উপজেলা। সেখানে ৯ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। এছাড়া হাটহাজারীতে ৪ জন, বোয়ালখালী ও রাঙ্গুনিয়ায় ৩ জন করে, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, মিরসরাই ও পটিয়ায় ২ জন করে এবং ফটিকছড়ি, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ১ জন ।