পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশন

পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশন
পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশন

পোস্টকার্ড ডেস্ক ।।

আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা  মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গেট সভা, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টার কর্মবিরতির পর এবার আমরণ অনশন করছেন ।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মিল গেটে পূর্বঘোষিত আমরণ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। তারা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান নেন।- বাংলানিউজ

আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও আমরণ অনশন চলছে।

শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, আমিন জুট মিলে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত আছেন। এর বাইরে চট্টগ্রামে আরও ৯টি পাটকল রয়েছে। সেগুলোর শ্রমিকনেতারাও আমাদের সঙ্গে মিল গেটে অবস্থান করছেন।

মিল গেটে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন আমিন জুট মিলের শ্রমিকনেতা শামসুল আলম, জামাল হোসেন, সিবিএ যুগ্ম সম্পাদক মো. মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

তারা শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি আহ্বান জানান।