জাতীয় শোক দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় শোক দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড ।।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের দোয়া  ও আলোচনা সভা অনুষ্টিত। চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলায় (১৫ আগস্ট) মঙ্গলবার  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ  বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের  উদ্যোগে দোয়া  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ক্লাবের সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন সেসময় তাঁকে হত্যা করে বাংলাদেশকে বিপর্যযের মুখে ঠেলে দিয়েছিল ঘাতকেরা। তিনি ছিলেন একজন অভিসাংবাদিত নেতা, ৭ মার্চের ভাষন ছিলো তাৎপর্যপূর্ণ। এই ভাষন এতোটা শক্তিশালী ছিলো যে পরবতীর্তে স্বাধীনতার বাংলাদেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখে।

মঙ্গলবার দুপুরে  সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের  স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে আরো  উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের  প্রতিষ্ঠাতা সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, অর্থ সম্পাদক ফারহান সিদ্দিকী , প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, সদস্যদের মধ্যে শেখ নাদিম, মোঃ মামুন প্রমুখ।

খালেদ / পোস্টকার্ড ;