সীতাকুণ্ডে রাতে দোকান খোলা রাখায় ৯ দোকানকে জরিমানা

সীতাকুণ্ডে রাতে দোকান খোলা রাখায় ৯ দোকানকে জরিমানা
সীতাকুণ্ডে রাতে দোকান খোলা রাখায় ৯ দোকানকে জরিমানা

পোস্টকার্ড ডেস্ক ।।

রাত আটটার পর দোকান খোলা রাখা ও অতিরিক্ত আলোকসজ্জা করায় সীতাকুণ্ড পৌর সদরের মহন্তের হাট থেকে বাড়বকুণ্ড বাজার পর্যন্ত অভিযান চালিয়ে ৯ দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার ( ৭ আগস্ট ) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

সীতাকুণ্ড পৌর সদরের সোহেল টাইলস, হোসেন স্টোর, রসমেলা, রিয়েলমি মোবাইলের দোকান, আলীম টাইলস, মোস্তফা সিএনজি ফিলিং স্টেশন, ফকিরহাট বাজারের জাবের স্টোর ও বাহার স্টোর এবং বাড়বকুণ্ডের বিএন সোনারগাঁও ফিলিং স্টেশনকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকান রাত আটটার পর বন্ধ থাকার কথা। নির্দেশনা না মানায় এই নয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

খালেদ / পোস্টকার্ড;