পদ্মাসেতুর কাজ বাকি আর মাত্র ২৩ ভাগ

পদ্মাসেতুর কাজ বাকি আর মাত্র ২৩ ভাগ
পদ্মাসেতুর কাজ বাকি আর মাত্র ২৩ ভাগ

নিজস্ব প্রতিবেদক ।।  

নিজস্ব অর্থায়নে নিরমিতব্য পদ্মাসেতুর ৭৭ ভাগ কাজের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবাপ্রদান বিষয়ক সভা শেষে কাদের একথা বলেন।

তিনি বলেন, পদ্মাসেতুতে এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসানো হয়েছে। ২৪ নম্বরটিও বসবে ১০ তারিখ।

কাদের আরো বলেন, জুলাইয়ের মধ্যে কোন প্রকার অসুবিধা না হলে সবকটি স্প্যান বসানোর পরিকল্পনা নিয়েছি। পদ্মাসেতু প্রকল্পে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৩৩২ জন নববর্ষের ছুটিতে গিয়েছিলেন। এর মধ্যে ৩৩ জন ফিরেছেন, এর মধ্যে আটজন শঙ্কামুক্ত থাকলেও বাকিরা পর্যবেক্ষণে রয়েছেন। আশাকরি তারাও দ্রুত ফিরবেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পদ্মাসেতুতে ২৩তম স্প্যান বসানো হয়েছে। এতে স্বপ্নের পদ্মাসেতুর ৩ হাজার ৪৫০ মিটার দৃশ্যমান হলো।