পরীক্ষা শুরু এসএসসি ও সমমানের, কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার বন্ধ

পরীক্ষা শুরু এসএসসি ও সমমানের, কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার বন্ধ
পরীক্ষা শুরু এসএসসি ও সমমানের, কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার বন্ধ ,ছবিঃ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক ।।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে । এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারও সংখ্যায় ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থী বেশি। এছাড়া সারাদেশে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তারমধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্র পরীক্ষার্থী রয়েছে।

এবার পরীক্ষার কেন্দ্রের ভেতরে নতুন নির্দেশনা রয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, ‘পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসন গ্রহণ করার পাশাপশি কেন্দ্রের সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে সচিব জরুরি প্রয়োজনে মোবাইলটি ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্র সচিবও কোনোভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।

মহানগরসহ চট্টগ্রাম জেলায় এবার ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫৭৬ জন পরীক্ষার্থী। যা গতবার ছিল ১ লাখ ৪ হাজার ৩১০ জন। কক্সবাজার জেলায় মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ হাজার ৫৫ জন পরীক্ষার্থী। যা গত বছর ছিল ২১ হাজার ৩৫০ জন। রাঙামাটি জেলায় ১৯ টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৮০৮ জন। যা গত বার ছিল ৯ হাজার ২৭ জন। খাগড়াছড়ির ২২টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। যা গত বছর ছিল ১০ হাজার ৭২০ জন। বান্দরবানের ১২টি কেন্দ্র থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৫৫৪ জন। যা গত বছর ছিল ৪ হাজার ২৮২ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বোর্ডে এ বছর ১ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার ৯৯০ জন। বাকি পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত ৩০ হাজার ৯৬৫ জন এবং মানোন্নয়ন দিতে ১৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩০ হাজার ২৬৮ জন, মানবিক বিভাগ থেকে ৫২ হাজার ৪৫৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।