“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে............' - নরেন্দ্র মোদির বাংলা টুইট!

পোস্টকার্ড ডেস্ক ।।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে............' - নরেন্দ্র মোদির বাংলা টুইট!
নরেন্দ্র মোদির বাংলা টুইট!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি” - বাংলায় এমন টুইট করেছেন ।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড টুইটার আইডি থেকে এ টুইট করেন।

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে একাধিক টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন দুপুরে হয়দ্রাবাদা হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, এই আলোচনা দুই দেশের জনগণের কল্যাণ ও অগ্রগতিতে আরও জোরালো ভূমিকা রাখবে।

দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্য দেয়। সারা বিশ্বের মধ্যে দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে সহযোগিতার অনন্য উদাহরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক। আমাদের আজকের এই আলোচনা ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরালো করবে।

দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে উভয় দেশের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন।

বন্দর ব্যবহার, পানি বণ্টন, শিক্ষা, সংস্কৃতি ও উপকূলীয় নজরদারি সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে দিল্লি ও ঢাকার মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শনিবার দিল্লির হায়দারাবাদ হাউসে এসব চুক্তি ও সমঝোতা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএসএস-এর প্রতিবেদন থেকে জানা গেছে, এই ৭টির মধ্যে চারটি সমঝোতা স্বারক, একটি স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, একটি চুক্তি ও অপরটি একটি কর্মসূচির নবায়ন।