ডেঙ্গু সচেতনতায় সীমা গ্রুপের পরিচালক শিল্পপতি পারভেজ উদ্দীন সান্টুর সতর্ক বার্তা

ডেঙ্গু সচেতনতায় সীমা গ্রুপের পরিচালক শিল্পপতি পারভেজ উদ্দীন সান্টুর সতর্ক বার্তা
ডেঙ্গু সচেতনতায় সীমা গ্রুপের পরিচালক শিল্পপতি পারভেজ উদ্দীন সান্টুর সতর্ক বার্তা

বিশেষ প্রতিবেদক ।।

সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের হার। চলতি মাসের চারদিনেই আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। মৃত্যু হয়েছে দুইজনের। এর মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) এক দিনেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। তবে এবারে আক্রান্ত রোগীদের ডেঙ্গু ধরণ এখনো চিহ্নিত করতে পারেননি সংশ্লিষ্টরা। 

চিকিৎসকরা বলছেন— এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অন্য সব বছরকে ছাড়িয়ে যেতে পারে। আর আক্রান্তের সংখ্যা বাড়লে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে কার্যকরী পদক্ষেপ না নিলে সংক্রমণের মাত্রা মহামারি আকার ধারণ করতে পারে।

ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে সীমা গ্রুপের পরিচালক শিল্পপতি পারভেজ উদ্দীন সান্টু সোশ্যাল মিডিয়ায় এক সতর্ক বার্তায় লেখেন,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। আমাদের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন যাবত ডেঙ্গু রোগ ভয়ংকর রুপ ধারণ করেছে৷ দুঃখজনক বিষয় হলো আজো পরিচিত এক বন্ধুর কন্যা সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।

তাই সকলের উচিত নিজ দায়িত্বে আপনার আশেপাশের বন জঙ্গল পানি জমে থাকার স্হান পরিস্কার পরিচ্ছন্ন রাখা। কারণ অ-পরিস্কার স্হান থেকে ডেঙ্গু মশার জন্ম হয়।

আপনার বাসার মুরুব্বি ও শিশুদের প্রতি একটু বেশি সু- নজর দিন এই সময়। আল্লাহর রহমতে আমরা নিজেরাই আগে একটু সচেতন হলে কিছুটা হলেও ডেঙ্গু রোগ মুক্ত হতে সক্ষম হবো। পাশাপাশি সরকারের প্রতি আবেদন অতি দ্রুত চট্টগ্রামে ডেঙ্গু রোগ প্রতিকারের জরুরি ব্যবস্হান গ্রহন করুন।

পরিশেষে, সকলে সুস্হ ও নিরাপদ থাকুন।

আল্লাহ হাফেজ।

খালেদ / পোস্টকার্ড ;