একজন করোনা রোগীর সচেতন স্ট্যাটাস, 'যারা অনিচ্ছাসত্ত্বে আমার সংস্পর্শে এসেছেন তারা নিজে সচেতন থাকবেন'

একজন করোনা রোগীর সচেতন স্ট্যাটাস,  'যারা অনিচ্ছাসত্ত্বে আমার সংস্পর্শে এসেছেন তারা নিজে সচেতন থাকবেন'

শেখ সাইফুদ্দীন খালেদ।।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আজ বিপর্যস্ত বিশ্ব ।ঢাকা ও নারায়ণগঞ্জের পর করোনাভাইরাস সংক্রমণের বিপজ্জনক এলাকা এখন চট্টগ্রাম। এক দিনেই ৮৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশের জেলাগুলোর মধ্যে তিন নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম।

অনিয়ন্ত্রিত চলাচল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় উন্মুক্ত থাকার কারণে চট্টগ্রামে করোনা ভাইরাসের বিস্তার দ্রুত ঘটছে।

শুক্রবার দক্ষিণ সলিমপুর এলাকায় ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মৌলানা মোহাম্মদ সফিউল আলমের বড় ছেলে শেখ ফরিদ রক্সি করোনায় আক্রান্ত হলে সে তার ফেইসবুক আইডি'তে একটি সচেতনমূলক পোস্ট দেন যা সবার নজর কাড়ে । 

তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন " সীতাকুন্ড থানার প্রধান নির্বাহী মিল্টন রায় ফোনে জানিয়েছেন, আমার ( শেখ ফরিদ রক্সি ) করোনা পজেটিভ । তাই অনুগ্রহ পূর্বক যারা অনিচ্ছাসত্ত্বে আমার সংস্পর্শে এসেছেন তারা নিজে সচেতন থাকবেন । মহান আল্লাহ্‌ সুস্থ রাখলে আবার দেখা হবে ।"  - আক্রান্ত রোগীর এমন সচেতনমূলক  স্ট্যাটাস সাধারণত দেখা যায়না । ওনি জনসচেতনতায় অনন্য ভূমিকা রেখেছেন ।

পাশাপাশি যে বিষয়টা আমাদের জানতে হবে - কারো করোনা পজিটিভ আসার পর একটি নির্দিষ্ট সময় তাকে সামাজিক বিচ্ছিন্নতা মানতে হয়। এক্ষেত্রে পুলিশ তাদের সহযোগিতা করে থাকে। কেউ যাতে তাদের সামাজিকভাবে হেয় করতে না পারে সেজন্যও পুলিশ ওই পরিবারের পাশে দাঁড়ায়। এখন ভুলভাল ঠিকানা দেওয়ার কারণে তাদের খুঁজতে অনেক সময় লাগছে । পজিটিভ জেনে ফোন বন্ধ রাখছেন অনেকেই । আর তাতে হয়রানির শিকার হচ্ছে প্রশাসন।

আসুন আমরা নিজের জন্য ,আমাদের দেশের জন্য পরিবারের স্বার্থে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখি । পরীক্ষাগারে নমুনা দেওয়ার সময় নিজের মূল ঠিকানা এবং নিজ মোবাইল নং দিন । নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন । ঘরে থাকুন ।

মহান আল্লাহ যেন শেখ ফরিদ সহ সকল করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করছি ।