প্রশাসনের উদাসীনতায় সীতাকুন্ড মহাসড়কে বন্ধ হচ্ছে না অটোরিক্সা, একে অপরকে দুষছেন হাইওয়ে ও ট্রাফিক বিভাগ

প্রশাসনের উদাসীনতায় সীতাকুন্ড মহাসড়কে বন্ধ হচ্ছে না অটোরিক্সা, একে অপরকে দুষছেন হাইওয়ে ও ট্রাফিক বিভাগ
প্রশাসনের উদাসীনতায় সীতাকুন্ড মহাসড়কে বন্ধ হচ্ছে না অটোরিক্সা, একে অপরকে দুষছেন হাইওয়ে ও ট্রাফিক বিভাগ

নাছির উদ্দিন শিবলু , বিশেষ প্রতিবেদক, পোস্টকার্ডবিডি.কম ।। 

সীতাকুন্ডে মহাসড়কের ফকিরহাট এলাকায় অটেরিক্সায় ওড়না পেছিয়ে অকালে মৃত্যু হয়েছিল এক কলেজ ছাত্রীর। এ ঘটনার কিছু দিন পর ভাটিয়ারীতে খেলারত শিশুর জীবন কেড়ে নেয় অটোরিক্সা। বারবার একাধিক ঘটনার পূনরাবৃত্তি ঘটনার পরও মহাসড়কে কোনোভাবেই থামছে না অবৈধ রিক্সা চলাচল। বিভিন্ন ব্যাক্তি-সংগঠনের নামে অবৈধ রিক্সা চলাচল করায় মারাত্নক ঝুকিপূর্ন হয়ে উঠেছে মহাসড়ক। সকল প্রকার আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দুর্দ্বান্ত প্রতাপে অবৈধ রিক্সা দাপিয়ে চললেও নিরব দর্শক প্রশাসন। ফলে আবারো বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা দেখা দিয়েছে সড়ক জুড়ে। তবে সড়কে অবৈধ রিক্সা চলাচল বৃদ্ধি পেছনে মাসিক মাসোয়রাই দায়ী করছেন সর্বসাধারন।

সূত্রে মতে, পৌরসদরকে কেন্দ্র করে মহাসড়ক কেন্দ্রিক প্রায় ২’শ রিক্সা চলাচল করছে বিভিন্ন রুটে। আর এসব অটোরিক্সা হতে মালিক সমিতির নামে আদায় হয় মাসিক মাসোয়রা। ধার্যকৃত ৫’শ টাকা হারে ২’শ রিক্সা হতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মাসোয়ারা আদায় করে সমিতি।’ আদায়কৃত চাঁদা প্রশাসনসহ বিভিন্ন ব্যাক্তি- প্রতিষ্ঠান করে মহাসড়কে রিক্সা চলে বলে জানান রিক্সা মালিক ও চালকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক রিক্সা মালিক ও চালকরা বলেন,‘ সড়কে গাড়ি চালাতে হলে দিতে হবে চাঁদা। সমিতির মাধ্যমে উত্তোলিত মাসিক চাঁদা বিভিন্ন লোকজনকে ম্যানেজ করে সড়কে চলছে রিক্সা। চাঁদা দিতে ব্যার্থ হলেই অচল হবে গাড়ির চাকা।’ আর এভাবে পৌরসদর হতে সড়কের উত্তর-দক্ষিনে প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে অটোরিক্সা। দিনের প্র দিন প্রশাসনের নাকের ডগায় সড়কের উল্টো পথে অটোরিক্সার ব্যাপকতা বেড়ে চললেও দেখছে প্রশাসন। ফলে সড়ক পথ ঝুকিপূর্ন হয়ে উঠায় শংকিত হয়ে পড়েছে  সাধারন মানুষ।

এ বিষয়ে কুমিরা ফাঁড়ির ইনচার্জ  সাইদুল হক বলেন,‘ মহাসড়কে অটোরিক্সা চলাচল করার বিষয়টি অবগত নয়। রিক্সা চলাচলে কারা মসোয়ারা আদায় করছে তাও জানি না। যদি মহাসড়কে অটোরিক্সা চলাচল করে তাহলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।