ফৌজদারহাট জেলা ট্রাফিক পুলিশের কার্যালয় ১লা ডিসেম্বর উদ্বোধন

ফৌজদারহাট জেলা ট্রাফিক পুলিশের কার্যালয় ১লা ডিসেম্বর উদ্বোধন

পোস্টকার্ড ডেস্ক ।।

রবিবার (১লা ডিসেম্বর) উদ্বোধন করা হবে সীতাকুণ্ডের ফৌজদারহাট জেলা ট্রাফিক পুলিশের কার্যালয় ।

চট্টগ্রাম জেলা পুলিশ ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উত্তর পার্শ্বে অবস্থিত সরকারী প্রায় এক একর জায়গার ওপর ট্রাফিক পুলিশের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয় এবং তারই ধারাবাহিকতায় গত ১লা সেপ্টম্বরে কার্যালয়টির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মীর নজরুল ইসলামের তত্ত্বাবধানে কার্যলয়টির নির্মাণের প্রায় কাজ শেষ । এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা ।  আগামী ১লা ডিসেম্বর সেটির উদ্বোধন করবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ড জোনের ট্রাফিক ইন্সপেক্টর, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক আহমেদ মজুমদার লোকজন নিয়ে কার্যালয়টি সুসজ্জিত করার কাজ চালিয়ে যাচ্ছেন।  এটি গড়ে তোলা হয়েছে অসংখ্য ফুল ও ফলের গাছের বাগানে ঘেরা একটি সবুজ মনোরম পরিবেশের মধ্যে ।

একতলা বিশিষ্ট এই কার্যালয়ে রয়েছে ৯টি কক্ষ। কার্যালয়ের সংশ্লিষ্ট ফাঁড়িতে চাকুরিরত পুলিশ সদস্যদের বসবাসের সুযোগ থাকবে ।

টিআই, সার্জেন্টদের কার্যলয় ছাড়াও এখানে রয়েছে টিএসআই, কনস্টেবলসহ অন্তত ২০জন পুলিশ সদস্যদের বসবাসের ব্যবস্থা। আছে রন্ধনশালা, গেস্ট রুমসহ নানান কক্ষ।

এছাড়াও কার্যালয়ের চারপাশে স্থাপন করা হয়েছে বেশকিছু সুদৃশ্য রঙ বেরঙয়ের বাতি। সন্ধ্যা নামলে বাতিগুলো এই কার্যালয়টিকে আরো আকর্ষণীয় করে তুলবে।

রফিক আহমেদ মজুমদার বলেন, কার্যালয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্ব উপলদ্ধি করে নির্মাণ করেছেন। এটি নির্মিত হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ।

সুত্রঃ এনবিএস