বিদ্যুৎ বিভাগের হেয়ালীপনায় সীতাকুন্ডে বৃদ্ধি পাচ্ছে চার্জিং গ্যারেজ,পকেট ভারী হচ্ছে কর্মকর্তা-কর্মচারীর

বিদ্যুৎ বিভাগের হেয়ালীপনায় সীতাকুন্ডে বৃদ্ধি পাচ্ছে চার্জিং গ্যারেজ,পকেট ভারী হচ্ছে কর্মকর্তা-কর্মচারীর

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।।

আশংকাজনক হারে সীতাকুন্ডে বৃদ্ধি পাচ্ছে আটারিক্সা চার্জিং গ্যারেজ। বিদ্যুৎ বিভাগের সাথে আতাঁতের মাধ্যমে গ্রাম-গঞ্জে চার্জিং গ্যারেজ গড়ে তুলে বিভিন্ন ব্যাক্তি-প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে প্রতিটি এলাকায় চার্জিং গ্যারেজ বৃদ্ধি পেতে থাকায় বিদ্যুৎতের ভেল্কিবাজীর পাশাপাশী ঝুকিপূর্ন হয়ে উঠেছে জনজীবন। সে সাথে বিদ্যুৎ ব্যবহার না করে প্রতিমাসে অতিরিক্ত বিলের বোঝা বহন করছে সাধারন মানুষ। 

মহাসড়ককে ঘিরে ব্যাটারী চালিত অটোরিক্সা বৃদ্ধির সাথে এলাকা ভিত্তিক গড়ে উঠেছে চার্জিং গ্যারেজ। নিজস্ব উদ্যোগে কাঁচা - আদা পাকা ঘরে গ্যারেজ গড়ে তুলে ব্যবসা করছেন বিভিন্ন ব্যাক্তি- প্রতিষ্ঠান। আবাসিক মিটার ব্যবহারের মাধ্যমে দৈনিক ৫০-১০০টি রিক্সায় চার্জ প্রদানে চালাছে অবৈধ রমরমা ব্যবসা। এ অবস্থায় অবৈধ চার্জিং গ্যারেজের কবলে পড়ে প্রতিটি এলাকায় বিদ্যুৎ ভেল্কিবাজী দেখা দিয়ে জনজীবন বিপন্ন হতে চলেছে বলে অভিযোগ ভোক্তভোগী জনগনের। 

স্থানীয়দের অভিযোগ,‘ চার্জিং গ্যারেজ উঠার পর থেকে বিদ্যুৎতের চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিনিয়ত বিদ্যুৎ শর্টসার্কিটের কবলে পড়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ ও বৃদ্ধি পেয়েছে অগ্নিকান্ডের ঝুকি। দিনে দিনে পরিস্থিতি চরম আকার ধারন করলেও নেই কোনো প্রতিকার। বিদ্যুৎ বিভাগের সাথে আঁতাত করে গ্যারেজ চার্জিং গ্যারেজগুলো পরিচালিত হওয়ায় প্রতি মাসে ভ’তুড়ে বিলের বোঝায় সর্বশান্ত হতে হচ্ছে বলে জানান তারা। আর এভাবে বিদ্যূৎ বিভাগ ও গ্যারেজ মালিকদের কারসাজিতে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ফলে সমস্যা সমাধানের পরিবর্তে মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়া,বাড়বকুন্ড, পৌরসভার শেখ নগর ও উপজেলা পরিষদ সংলগ্ন , কুমিরা, ভাটিয়ারী,সলিমপুরসহ প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে ক্রমাগত গড়ে উঠছে চার্জিং গ্যারেজ। আর এ সুবাদে অবৈধ আয়ে পকেট ভারী করছে বিদ্যুৎ বিভাগের কতিপয় সহকারী প্রকৌশলী, লাইনম্যানসহ মিটার রিডাররা। 

এ বিষয়ে বাড়বকুন্ড বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামন বলেন ,‘ আবাসিক মিটারের সংযোগ দিয়ে ব্যাটারী চার্জিং গ্যারেজ চলানোর কোনো বৈধতা নেই। যে সব স্থানে অবৈধ গ্যারেজ গড়ে উঠেছে তা চিহ্নিত করে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।