বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে যুবক নিহত

বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে যুবক নিহত
বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে যুবক নিহত

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহিদ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার পৌরসদরে এ ঘটনা ঘটে।

জাহিদ হোসেন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড আমিরাবাদ এলাকার মো. হারুনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসদরের কে এম প্লাজা নামের একটি মার্কেটের তিন তলায় ‘ফারুকে আজম হজ্ব কাফেলার’ অফিসে থাই অ্যালুমুনিয়ামের কাজ করছিলো জাহিদ হাসান। কাজটি ভাই-ভাই ওয়ার্কসপ নামের একটি প্রতিষ্ঠানের তত্বাবধানে চলছিলো। ১১টার দিকে কাজে যোগ দেওয়ার দুই মিনিট পরই দুর্ঘটনার শিকার হন জাহিদ হাসান। অসাবধানতাবশত তার হাতে থাকা এ্যালুমনিয়ামের একটি পাত পার্শ্ববর্তী ১১ হাজার ভোল্টের তারের সাথে লেগে গেলে প্রথমে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন বাকিদের সহায়তায় উঠে বসেন তিনি। এর কিছুক্ষণ পর মাথা ব্যথার সাথে খারাপ লাগার কথা জানালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে নিস্তেজ হয়ে পড়েন তিনি। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাই-ভাই অ্যালুমুনিয়ামের স্বত্তাধিকারী আব্দুল আলিম বলেন, জাহিদ ছিলেন শিক্ষানবিশ কর্মচারী। একজন সিনিয়র মিস্ত্রির অধীনে তিনি কাজ করতেন। মিস্ত্রি আসার আগে কাজে যোগ দিয়ে মালামাল গুছিয়ে নিচ্ছিলো। ওই মুহুর্তে অসাবধানতায় দুর্ঘটনার শিকার হন তিনি।

ফারুকে আজম হজ্ব কাফেলার মালিক শফিকুল ইসলাম বলেন, এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। মৃত্যুর উপর কারো হাত নাই। মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নাই। সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবো আমরা।

 খালেদ / পোস্টকার্ড ;