বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনাভাইরাসে প্রাণহানি বেড়ে ৩ হাজার ২৮৫

বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনাভাইরাসে প্রাণহানি বেড়ে ৩ হাজার ২৮৫
বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা,করোনাভাইরাসে প্রাণহানি বেড়ে ৩ হাজার ২৮৫

 

পোস্টকার্ড ( আন্তর্জাতিক) ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাসে থামছে না মৃত্যুর মিছিল। চীনে মৃত্যু কিছুটা কমে এলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দ্রুত ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা দেশে।

প্রতিদিনই শতাধিক মানুষ মরছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮৫ জনে। এর মধ্যে শুধু চীনেই মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০।

সারাবিশ্বে এ সংখ্যা ৯৫ হাজার ৪৮১ জন। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ৫৩ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ইরান, ইতালি ও তাইওয়ান অন্যতম।

ইতোমধ্যে এ অবস্থায় করোনাভাইরাস ‘বৈশ্বিক মহামারি’ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এটিকে ‘সর্বোচ্চ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ  ভাইরাস।