বিশ্বজুড়ে সব দেশের প্রতি একটিই বার্তা- টেস্ট টেস্ট টেস্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে সব দেশের প্রতি একটিই বার্তা- টেস্ট টেস্ট টেস্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে সব দেশের প্রতি একটিই বার্তা- টেস্ট টেস্ট টেস্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পোস্টকার্ড ডেস্ক।।

দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এ অবস্থায় সংস্থাটির পরামর্শ হলো, সন্দেহ হলেই দেরি না করে দ্রুত টেস্ট করতে হবে।  

সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস।

তিনি বলেন, ‘সব দেশের প্রতি আমাদের সাধারণ একটি বার্তা- টেস্ট টেস্ট টেস্ট।’ সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির দ্রুত টেস্ট নিশ্চিত করা। কারো অগোচরে যেন এ মহামারী ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সন্দেহভাজন আক্রান্তের পরীক্ষা করতে সামান্যতম দেরি না করার আহ্বান সংস্থাটির।