বেহাল অবস্থা সীতাকুণ্ডের আলেকদিয়া সড়কের , দেখার কেউ নেই!

বেহাল অবস্থা সীতাকুণ্ডের আলেকদিয়া সড়কের , দেখার কেউ নেই!
বেহাল অবস্থা সীতাকুণ্ডের আলেকদিয়া সড়কের , দেখার কেউ নেই!

সীতাকুণ্ড  প্রতিনিধি।।

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন এর আলেকদিয়া সড়কের বেহাল অবস্থা। আলেকদিয়া থেকে নিউ রাজাপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আলেকদিয়া ও আশেপাশে ৩ গ্রামের পনের হাজার মানুষের এক মাত্র চলাচলের মাধ্যম এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই প্রয়োজনীয় রাস্তা-টার এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । 

এলাকাবাসী আক্ষেপ করে বলেন, আমাদের আশেপাশে গ্রামের চলাচলের একটি মাত্র রাস্তা কিন্তু এই রাস্তাটার বেহাল অবস্থা চলাচলের একেবারে অনুযোগী। কোন অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া প্রয়োজন হলে এই রাস্তা দিয়ে যখন নেওয়া হয় তখন রোগী আগের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমাদের সন্তানরা নির্দিষ্ট সময়ে স্কুল কলেজে যেতে পারে না। বয়ষ্ক ব্যক্তিদের জন্য  এই রাস্তা যেন মৃত্যুর  ফাঁদ।আমরা চেয়ারম্যান ও স্থানীয়  সাংসদের কাছে আকুল আবেদন জানাই। আমাদের এই রাস্তাটা অতি দ্রুত চলাচলের মত যাতে  ব্যবহার উপযোগী করে  দেন।

গাড়ি চালক রনি বলেন, আলেকদিয়া থেকে নিউ রাজাপুর প্রায় ২ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ছোট বড় গর্তে ভরা,গাড়ি দিয়ে যাওয়ার সময় গাড়ির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়। 

স্থানীয় মেম্বার খুরশেদ আলম বলেন, আলেকদিয়া রাস্তাটা বেশি নষ্ট হয়ে গেছে। এটা দ্রুত চলাচলের উপযোগী করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে আমি অবহিত করেছি। আশা করি এই সমস্যা  দ্রুত সমাধান করা  হবে।

সীতাকুণ্ড কুমিরা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে স্থানীয়দের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। আমি মাসিক সভায় আলেকদিয়া সড়কের দুর্ভোগের কথা তুলে ধরেছি। অতি দ্রুত জনবহুল এ রাস্তাটির সংস্কারের প্রস্তাব জানিয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছি রাস্তাটি ভেঙে ছোট বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।সুতরাং এই রাস্তার যদি পূর্ণ সংস্কার না হয় তবে আমি আমার পরিষদের পক্ষ থেকে দ্রুত গর্তগুলো ভরাট করে দিয়ে যানবাহন চলাচল এবং মানুষ যাতে স্বাচ্ছন্দে হাঁটতে পারে সে ব্যবস্থা করে দিবো।

খালেদ / পোস্টকার্ড ;