সীতাকুন্ডে ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন, চলবে ২৪০ কেন্দ্রে ১৯ জুন পর্যন্ত

সীতাকুন্ডে ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন, চলবে ২৪০ কেন্দ্রে ১৯ জুন পর্যন্ত
ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন সীতাকুন্ডে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড ।।

চট্টগ্রামের সীতাকুন্ডে ভিটমিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদসহ দায়ীত্বরত স্বাস্থ্য সহকারী, পরিবার-পরিকল্পনা কর্মীসহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ১৯ জুন পর্যন্ত উপজেলার ২৪০ কেন্দ্রের পরিচালিত হবে ক্যাম্পেইনের কার্যক্রম।

উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন,‘ শিশু-কিশোর ও বয়স্কদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব অপরীসিম। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী ও ভলন্টিয়াররা ক্যাম্পের দায়ীত্ব পালন করবে। ৫-১৯ জুনের মধ্যে ৫৮ হাজার ৮’শ লোককে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।