ভারতীয় বিনিয়োগের জন্য মিরসরাই আদর্শ স্থান

ভারতীয় বিনিয়োগের জন্য মিরসরাই আদর্শ স্থান
ভারতীয় বিনিয়োগের জন্য মিরসরাই আদর্শ স্থান

পোস্টকার্ড প্রতিবেদক ।।

এখন বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত সময়।  হলদিয়া ও কলকাতা বন্দরের সঙ্গে নৌ, রেল ও সড়কপথ ব্যবহারের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ভারতীয় বিনিয়োগের জন্য অত্যন্ত আদর্শ স্থান। এক্ষেত্রে চট্টগ্রাম চেম্বার সর্বপ্রকার সহায়তা করবে।

শনিবার ( ১৪ ডিসেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি’র  বাণিজ্য প্রতিনিধিদল ও চট্টগ্রাম চেম্বারের সঙ্গে দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ কথা বলেন।

মাহবুবুল আলম বলেন, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে প্রায় ১০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ থেকে রপ্তানি মাত্র ১.৪ বিলিয়ন। এই বিপুল বাণিজ্য ঘাটতি নিরসনে জন্য শুল্ক ও অশুল্ক বাধা, শুল্কায়ন পদ্ধতি, সার্টিফিকেশন বিষয়ে জিটুজি ভিত্তিতে কাজ করার প্রয়োজন।

তিনি আরও বলেন, জাপান ও ভারতের জন্য সরকার  অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে ভারতের বিশাল বাজার ও পৃথিবীর অন্যান্য দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উভয় পক্ষ লাভবান হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সুযোগ-সুবিধাসমূহ কাজে লাগানোর দরকার।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি’র প্রতিনিধিদল নেতা ও বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক ভারতীয় ব্যবসায়ি ও উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। আমাদের ব্যবসায়িরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে যৌথ বা একক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদ, এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, মো. জহুরুল আলম ও নাজমুল করিম চৌধুরী শারুন ।