ভাসানচর থেকে সাঁতার কেটে সন্দ্বীপে ৪ রোহিঙ্গা, আটক পুলিশের হাতে

ভাসানচর থেকে সাঁতার কেটে সন্দ্বীপে ৪ রোহিঙ্গা, আটক পুলিশের হাতে
ভাসানচর থেকে সাঁতার কেটে সন্দ্বীপে ৪ রোহিঙ্গা, আটক পুলিশের হাতে

পোস্টকার্ড নিউজ ।।

নোয়াখালীর ভাসানচর থেকে চার রোহিঙ্গা তরুণ সাঁতার কেটে নদী পার হয়ে চট্টগ্রামের সন্দ্বীপে ঢুকেছিলেন । এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই চার তরুণকে পুলিশে সোপর্দ করেন তাঁরা।

আজ রোববার সকাল ৯টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক তরুণেরা সবাই ভাসানচর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।

আটক চার রোহিঙ্গা হলেন—মো. রফিক (২০), মো. আজিজ (১৯), মো. আজিজ মোল্লা (১৯) ও মো. জুবায়ের হোসেন (১৯)।

পুলিশ জানায়, ওই চার রোহিঙ্গা তরুণ সাঁতার কেটে ভাসান চর থেকে নদী পার হয়ে সন্দ্বীপে আসেন। এরপর তাঁরা স্থানীয় বাসিন্দাদের জেরার মুখে পড়েন। পরে তাঁরা স্থানীয় বাসিন্দাদের জানান, চাকরি করার জন্য তাঁরা সন্দ্বীপে এসেছেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিষয়টি থানায় জানান।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই চার রোহিঙ্গা তরুণকে আটক করে নিয়ে থানায় আসা হয়েছে। তাঁদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে। 

খালেদ / পোস্টকার্ড ;