মোছলেম উদ্দিন চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি

মোছলেম উদ্দিন চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চট্টগ্রাম-৮ আসন প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নৌকার মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগের মোছলেম উদ্দিন আহমদকে । বিষয়টি  নিশ্চিত করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

গত ৩ নির্বাচনে নৌকার দাবিদার অনেকেই হলেও তা দখলে ছিল জাসদেরই হাতে। এবার এ টিকেট পেলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

সোমবার ) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

দলের সভানেত্রী ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সদস্যরা।

মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। এ আসনে আগামী ১৩ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে