মাবিয়া টানা দুই স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন

মাবিয়া টানা দুই স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন
মাবিয়ার টানা দুই স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন

পোস্টকার্ড ক্রীড়া ডেস্ক ।।

এসএ গেমসে ভারোত্তলনে বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণ জয় করেছেন। তিনি ৭৬ কেজি ভারোত্তলনে নারীদের শ্রেণিতে এ স্বর্ণপদক জেতেন। মাবিয়ার কাছে হেরেছে শ্রীলঙ্কার প্রিয়া‌ন্থি। অন্যদিকে ৮১ কেজিতে বাংলাদেশের আরেক পারফর্মার জোহরা খাতুন জিতেছেন রৌপ্যপদক।

মাবিয়া আক্তার এসএ গেমসের গত আসরেও ভালোত্তলনে বাংলাদেশের জন্য স্বর্ণের গৌরব এনে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও স্বর্ণ জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন।

এ নিয়ে দুই আসরে টানা দুইবার স্বর্ণ জেতার রেকর্ড গড়লেন মাবিয়া। ২০১৬ সালের এসএ গেমসে ৬৩ কেজিতে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া। ভারোত্তেলোনের ইতিহাসে কোনো নারীর সেটিই ছিল প্রথম স্বর্ণ জয়। এবার প্রথম কোনো নারী হিসেবে টানা দুই এসএ গেমসে স্বর্ণ জয় করে ইতিহাস গড়লেন তিনি।

উল্লেখ্য, এসএ গেমসের চলতি আসরে প্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা। এরপর আল আমিন। তৃতীয় স্বর্ণ আসে হোমায়রা আক্তার প্রিয়া সাফল্যে। চতুর্থটি আসে অন্তর’র দুর্দান্ত পারফর্মেন্সে। এ নিয়ে চলতি আসরে ৫টি স্বর্ণ পদক পেল বাংলাদেশ।