মার্ক জাকারবার্গ '১০০ বিলিয়ন ডলার' ক্লাবে

মার্ক জাকারবার্গ '১০০ বিলিয়ন ডলার' ক্লাবে

পোস্টকার্ড ডেস্ক ।।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ দুনিয়ার অতি ধনীদের সবচেয়ে এক্সক্লুসিভ ক্লাবে নাম লেখালেন । বুধবার একজন সেন্টিবিলিয়নিয়ারে পরিণত হন ফেসবুকের এই প্রধান নির্বাহী কর্মকর্তা।

জানা কথা, অন্তত ১০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক যারা, তাদের এক নামে সেন্টিবিলিয়নার ডাকা হয়। জাকারবার্গ সেই মাইলফলক পেরিয়ে গেলেন। এর আগে মাত্র দুজন এই সবচেয়ে বড় ব্যক্তিগত আর্থিক সৌভাগ্যের অধিকারী হয়েছেন: অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটস।

২০০৪ সালে হার্ভার্ডে নিজের ডর্ম রুম থেকে ফেসবুকের যুগ্মপ্রতিষ্ঠাতা হয়ে ওঠেন জাকারবার্গ। দুনিয়ার সবচেয়ে সম্পদশালী মানুষের হিসেব রাখা- ব্লুমবার্গ বিলিয়নারিস ইনডেক্সের সূত্রমতে, এখনো জাকারবার্গের সবচেয়ে বড় সম্পদ কোম্পানিটির কাছ থেকে পাওয়া তার ১৩ শতাংশ লাভ্যাংশ। 

৩৬ বছর বয়সী জাকারবার্গ একাধারে ফেসবুকের চেয়ারম্যান এবং কন্ট্রোলিং শেয়ারহোল্ডারও।

ইনস্টাগ্রামে টিকটকের ক্লোন- 'রিলস' বাজারে ছাড়ার একদিন পর, বৃহস্পতিবার ফেসবুকের পুঁজি ৬.৫ শতাংশ বেড়ে গেছে। আর সেটিই জাকারবার্গের সম্পদ ওই মাইলফলক স্পর্শ করতে সাহায্য করেছে।

সূত্র: সিএনএন