মিরসরাইয়ে ৪ টি মুক্তিযোদ্ধার হাতে 'বীর নিবাস' হস্তান্তর

মিরসরাইয়ে ৪ টি মুক্তিযোদ্ধার হাতে 'বীর নিবাস' হস্তান্তর
মিরসরাইয়ে ৪ টি মুক্তিযোদ্ধার হাতে 'বীর নিবাস' হস্তান্তর

মিরসরাই প্রতিনিধি ।।

মিরসরাইয়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ আরো ৪টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার ৮নং দুর্গাপুর ‌ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, ৮নং দুর্গাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ আরজুসহ প্রমুখ।

বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ২টি ওয়াশরুম রয়েছে বলে জানান মুক্তিযোদ্ধাদের 'বীর নিবাস' কাজে নিয়োজিত মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ঠিকাদার রুবায়েত হোসেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৮ নং দুর্গাপুর ইউনিয়নে ৪ টি বীর নিবাস নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। 

খালেদ / পোস্টকার্ড ;