মিরসরাইয়ে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
মিরসরাইয়ে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বারইয়ারহাট এলাকায় বাস চাপায় নিহত হয়েছে সাইফুদ্দিন (১৮) নামে এক কলেজ ছাত্র।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের এক সহপাঠী। আশঙ্কাজনক অবস্থায় আহত শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে দুর্ঘটনায় প্রিয় সহপাঠীকে হারিয়ে তার শিক্ষাঙ্গণে ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। ঘটনার পরপর সাইফুদ্দিনের সহপাঠী ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে যানজট তৈরি হয়।

নিহত সাইফুদ্দিন বারৈয়ারহাট ডিগ্রী কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বাঘাই বাড়ীর মো. হানিফের ছেলে বলে জানা গেলেও গুরুতর আহত সহপাঠীর পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

জানা গেছে কুমিল্লা থেকে চট্টগ্রাম মুখি রূপসা পরিবহনের একটি বাস বেপরোয়া গতীতে রাস্তা পারাপারের সময় সাইফুদ্দিন ও তার এক সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার সহপাঠী।

জোরারগঞ্জ থানা ওসি মুফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজ ছাত্রের লাশের সুরতহাল শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসের চালকেকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিয়ে শান্ত রাখার চেষ্টার পাশাপাশি দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।