ড্রোন হামলায় যে ক্ষতি হয়েছে সৌদি তেলক্ষেত্রে

আন্তর্জাতিক ডেস্ক ।।

ড্রোন হামলায় যে ক্ষতি হয়েছে সৌদি তেলক্ষেত্রে
যে ক্ষতি হয়েছে সৌদি তেলক্ষেত্রের ড্রোন হামলায়

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলা হয় শনিবার ভোরে । এতে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাথমিকভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও অনেকে এ হামলার জন্য ইরানকে দায়ী করছে। অবশ্য ইরান এই দাবি অস্বীকার করেছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে সৌদি আরবের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ড্রোন হামলায় সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। এতে দেশটির তেল উত্তোলন আবার কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়।

ড্রোন হামলায় আরামকোর আবকাইক ও খুরাইশ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে দেশটির তেল ও গ্যাস উৎপাদন শতকরা ৫০ ভাগ কমে গেছে। বিভিন্ন সূত্র বলছে, সৌদি আরবের তেল উৎপাদন প্রতিদিন ৫৭ লাখ ব্যারেল কম উত্তোলন করা হচ্ছে।

এদিকে হামলার পর আরামকোর পক্ষ থেকেও নতুন করে তেল উৎপাদনের বিষয়টি নিয়ে কোনো সময়সীমা ঘোষণা করা হয় নি। তবে আরামকোর একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ক্ষয়ক্ষতি ঠিক করতে কয়েক দিন নয় বরং কয়েক সপ্তাহ লেগে যাবে। তবে অন্য একটি সূত্র বলেছে, সৌদি আরবের যে তেলের তহবিল রয়েছে সেখান থেকে তেল রপ্তানি চলতি সপ্তাহ থেকেই স্বাভাবিক করা সম্ভব।