যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন ফি বাড়ল

যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন ফি বাড়ল
যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন ফি বাড়ল
পোস্টকার্ড ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসার আবেদন ফি বাড়িয়েছে। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে রোববার এক পোস্টে এ কথা জানানো হয়েছে। নতুন ভিসা ফি ১৭ জুন থেকে কার্যকর হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
মার্কিন দূতাবাসের ফেসবুকে জানানো হয়, ব্যবসা ও পর্যটনের জন্য ‘ভিজিটর ভিসা’ (বি১/বি২) এবং শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ আরও কয়েকটি ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে। অস্থায়ী কর্মীদের জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে।
চুক্তির অধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে বাড়িয়ে ৩১৫ ডলার করা হয়েছে।
সব অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকা দেখা যাবে https://ustraveldocs.com/bd/bd-niv-visafeeinfo.asp এই লিঙ্কে।
খালেদ / পোস্টকার্ড;