যেখানে সেখানে থুতু না ফেলাই হোক মুমিন হিসেবে পবিত্রতার প্রথম পদক্ষেপ : লায়ন মোহাম্মদ ইমরান

যেখানে সেখানে থুতু না ফেলাই হোক মুমিন হিসেবে পবিত্রতার প্রথম পদক্ষেপ : লায়ন মোহাম্মদ ইমরান
সীতাকুন্ড ১নং উত্তর সলিমপুর চালাদার পাড়া জামে মসজিদে জুমাপূর্ব বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
পোস্টকার্ড ডেস্ক ।।

পবিত্র কুরআনে আল্লাহ্ সময়ের কসম করে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতি ও লোকসানিতে নিমজ্জিত আছে। কিন্তু তাঁরা ছাড়া যাঁরা ঈমান এনেছে। আর, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। মুসলিম ও মিশকাত শরীফে উদ্ধৃত সহীহ্ হাদীসে প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই পবিত্রতা হলো পরিস্কার-পরিচ্ছন্নতা। একজন ঈমানদার হিসেবে আমাদের অবশ্যকরণীয় হলো আমাদের চারপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। যেখানে সেখানে থুতু ফেলা বন্ধ করা হতে পারে ঈমানের অর্ধাংশ পবিত্রতা অর্জনের ক্ষুদ্রতম ও প্রাথমিক প্রচেষ্টা। সীতাকুন্ড ১নং উত্তর সলিমপুর চালাদার পাড়া জামে মসজিদে জুমার নামাজের প্রাক্কালে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এসব কথা বলেন।

৫ মে ২০২৩, শুক্রবার চট্টগ্রামের সীতাকুন্ড ১নং উত্তর সলিমপুর ওয়ার্ডের ফৌজদারহাট ষ্টেশন বাদশা ফেয়ারল্যান্ড রোডস্থ চালাদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির আমন্ত্রণে জুমার নামাজের প্রাক্কালে বক্তব্য রাখেন ও নামাজ আদায় করেন সীতাকুণ্ডের কৃতীসন্তান শিল্পপতি ও শিক্ষানুরাগী, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

পবিত্র কোরআন মজিদের সুরায়ে নিসার ৫৯ নং আয়াত উদ্ধৃত করে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, ঈমানদার হিসেবে আমাদেরকে আল্লাহ্ ও রাসূলের নিরঙ্কুশ আনুগত্য করতে হবে এবং আমাদের মধ্যে সচ্চরিত্রবান প্রাজ্ঞ নেতার আনুগত্য করতে হবে- এটা মহান আল্লাহর আদেশ।

আবার, সূরা আলে ইমরান, আয়াত-৩১ উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহর নির্দেশ হলো, যদি আল্লাহকে ভালবাসতে চাও তাহলে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথের অনুসরণ করতে হবে।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, আল্লাহ্ মিথ্যাচার ও বিভেদ বিশৃঙ্খলা পছন্দ করেন না। তাই, সকল বিভেদ ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর মানবতাবাদী আদর্শের সত্যিকারের আওয়ামী রাজনীতির পথে নিজেরাও চলতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার দেখানো উন্নয়ন ও কল্যাণের পথে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। জননেত্রীর হাতকে শক্তিশালী করার প্রয়াসে আমাদেরকে এক হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি সীতাকুণ্ডবাসীর আশা আকাঙ্খা পূরণ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং তাঁর 'ভিশনঃ স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নের কাজে আধুনিক সুশিক্ষিত স্মার্ট সীতাকুণ্ড গঠনে ভূমিকা পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত মুসল্লিগণ সুশিক্ষিত ও সন্ত্রাসমুক্ত সীতাকুণ্ড গঠনে এলাকার সন্তান হিসেবে তাঁর প্রতি সহযোগিতার প্রয়োজনে যা কিছু দরকার তা করার জন্য স্বতঃস্ফূর্ত অংগীকার করেন।

জুমা শেষে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক সহ মুসল্লিদের পক্ষ থেকে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনার অনুরোধ করেন।

চালাদার পাড়া জামে মসজিদে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাম খালেক, সীতাকুণ্ড উপজেলা শাখার তাঁতী লীগের আহ্বায়ক ইউছুপ আলী লিটন, সলিমপুর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত নেতা ইউনুছ চৌধুরীর বড় ছেলে বিশিষ্ট ব্যাংকার মোঃ নওশাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খালেদ / পোস্টকার্ড ;