যানবাহনের রেজিস্ট্রেশন অনলাইনেই করা যাবে

যানবাহনের রেজিস্ট্রেশন অনলাইনেই করা যাবে

পোস্টকার্ড ডেস্ক ।।

যানবাহনের রেজিস্ট্রেশন এখন থেকে অনলাইনেই করা যাবে। রোববার (৭ জুন) থেকে এ কার্যক্রম শুরু হবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে।

অনলাইনে যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএর ওয়েবসাইটে https://bsp.brta.gov.bd/ গিয়ে আবেদন করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমেই https://bsp.brta.gov.bd/register/ এই ঠিকানায় গিয়ে নির্ধারিত তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে।

এছাড়া শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ডের পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ, মোটরযান মালিকের বায়োমেট্রিক নেওয়ার কাজও পর্যায়ক্রমে চালু হবে বলে বিআরটিএ জানিয়েছে।

বুধবার (৩ জুন) অতিরিক্ত দায়িত্বে থাকা বিআরটিএর চেয়ারম্যান মো. ইউছুব আলী মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি পাঠানো হয়েছে বিআরটিএর দেশের সব সার্কেল অফিসের উপ-পরিচালক এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের কাছে।

বিআরটিএর হিসাবে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৪৩ লাখ ৯৪ হাজার ৩৬৫টি। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ২৯ লাখ ২৯ হাজার ৪৪০টি। এছাড়া ৩ লাখ ৬৮ হাজার ২৬৭টি প্রাইভেটকার, ১ লাখ ৫ হাজার ৩৯৬টি মাইক্রোবাস, ৫০ হাজার ৭৫৬টি বাস এবং ২৯ হাজার ২৯১টি মিনিবাস রয়েছে।