রাজধানীর ডেলটা হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত

রাজধানীর ডেলটা হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত
রাজধানীর ডেলটা হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য ডেস্ক।।

সারা বিশ্ব করোনাভাইরাসে নাস্তানাবুদ । থামছে না মৃত্যুর মিছিল। বরং একের পর এক আক্রান্ত হয়ে চলেছে নতুন নতুন দেশ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক এবার নিজেই আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তার বয়স ৩০। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মিরপুর টোলারবাগের মারা যাওয়া ব্যক্তিকে তিনি চিকিৎসা সেবা দিয়েছেন।

বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। ওই চিকিৎসক বর্তমানে বাসাবোতে তার নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়াও ওই রোগীকে চিকিৎসা সেবা দেওয়া ডেলটা হাসপাতালের আরও ৪ জন চিকিৎসক, ১২জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানা যায়।

এ প্রসঙ্গে ডা. নিরুপম দাস বলেন, ‘ডেলটা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। দ্রুতই তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হবে।’

ওই চিকিৎসকের এক ঘনিষ্টজন ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘ঐ চিকিৎসকের করোনা টেস্ট পজিটিভ ও ক্রিটিকাল সিচুয়েশন। তিনিই সম্ভবত বাংলাদেশের প্রথম চিকিৎসক যিনি করোনার জন্য আজ মৃত্যুশয্যায় । সামাজিক যোগাযোগমাধ্যমে উনার নামটি প্রকাশ করলাম না। পরিচিত সাংবাদিক বন্ধুদের সংবাদটি জানিয়েছি, তারা সংবাদের সত্যতা যাচাই করে আশা করছি নিউজটি প্রকাশ করবেন। সরকারি কর্তৃপক্ষ হয়তো ইতোমধ্যেই খবরটি জানেন,আমরা ঐ চিকিৎসকের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়াসহ সর্বোচ্চ চিকিৎসাসেবা দেবার জন্য রাস্ট্রের কাছে জোরালো দাবিজানাচ্ছি।’

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ১৮ মার্চ করেনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২১ মার্চ আরো একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়।