সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্তের কিট নেই

সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্তের কিট নেই
সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্তের কিট নেই

নিজস্ব প্রতিবেদক ।।

যন্ত্রপাতি আছে, জনবল আছে, পরীক্ষাগারও আছে কিন্তু করোনা ভাইরাস পরীক্ষার কিট নেই। শুধু এই একটি কারণেই তাৎক্ষণিক করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসার পুরো বিষয়টিই অর্থহীন হয়ে পড়েছে চট্টগ্রামে। করোনা রোগী শনাক্তের জন্য প্রয়োজনীয় কিট চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ইমেইল করা হলেও এখনও সাড়া মেলেনি। করোনা সন্দেহে কোনো পরীক্ষার জন্য ঢাকার বিশেষায়িত চিকিৎসা গবেষণা কেন্দ্র আইইডিসিআরের কাছে ধরনা দেওয়া ছাড়া উপায় নেই আপাতত।

সব ধরনের প্রস্তুতির পরও শুরু থেকেই করোনা রোগী শনাক্তের জন্য কিট মিলছে না চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি)। সেখানে নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রও (আইসিইউ)। ফলে কোনো রোগী মুমূর্ষু অবস্থায় চলে গেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা ছাড়া তাদের যথার্থ চিকিৎসার সুযোগ নেই। এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

সিদ্ধান্ত রয়েছে, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মূল চিকিৎসা হবে সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে। সেখানে প্রাথমিকভাবে দুটি কক্ষে নারী ও পুরুষের জন্য আলাদা করোনা ব্লক করা হয়েছে। সবমিলিয়ে ৫০ শয্যার করোনা ব্লক তৈরি করা হচ্ছে সেখানে। করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রথমে পাঠানো হবে বিশেষায়িত আউটডোর কক্ষে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে পাঠানো হবে আইসোলেশন ব্লকে। আর রোগীর অবস্থা যদি খুবই গুরুতর হয়, তাকে পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।