রেলের পরিত্যক্ত জায়গা থেকে সীতাকুণ্ডের নদীভাঙ্গাদের উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

রেলের পরিত্যক্ত জায়গা থেকে সীতাকুণ্ডের নদীভাঙ্গাদের উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন
রেলের পরিত্যক্ত জায়গা থেকে সীতাকুণ্ডের নদীভাঙ্গাদের উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক।।

সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে কলোনিতে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কুমিরা মাজার গেইটস্থ মহাসড়কের বাইপাস রোডে দেড় ঘন্টার মানববন্ধনে শত শত নারী- পুরুষ অংশ গ্রহন করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের হয়ে মহাসড়ক পদক্ষিণ করে। মানববন্ধনে একাত্মতা জানান কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন।

জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ি হারা তিনশ পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলের পরিত্যক্ত জায়গায় বসবাস শুরু করে। তিনশ পরিবারের প্রায় ১ হাজার মানুষ দীর্ঘ ৩১ বছর ওই পরিত্যক্ত জায়গা বাস্তহারা ও দখলদার হিসেবে বসবাস করছেন।

এখানকার বসবাসরত ইসলাম বলেন, ১৯৯১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তিনশ পরিবার রেলের পরিত্যক্ত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই। কিন্তু আমরা জানতে পেরেছি আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছে। এরপর থেকে ওই কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়া জন্যে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে। এব্যাপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, রেলের পরিত্যক্ত জায়গাতে তিনশ পরিবারের প্রায় ৩১ বছর ধরে বসবাস করে আসছে। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ওই ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ওই পরিবারগুলোকে আগে পুর্ণবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

মানববন্ধনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল আলম,সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্হলে উপস্হিত হন ।

এসময় ইউএনও মোঃ শাহদাৎ হোসেন কে উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অবগত নই, কেউ অভিযোগ করলে আমি প্রয়োজনীয় ব্যবস্হা নেব।তাছাড়া জমিটি রেলওয়ের,তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;