রেহেনুমা আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চসিক কাউন্সিলরপুত্র, স্ত্রীকে খুঁজে পায়নি পুলিশ

রেহেনুমা আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চসিক কাউন্সিলরপুত্র, স্ত্রীকে খুঁজে পায়নি পুলিশ
রেহেনুমা আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার চসিক কাউন্সিলরপুত্র, স্ত্রীকে খুঁজে পায়নি পুলিশ

ডেস্ক নিউজ ।।

চট্টগ্রামের পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনকে শ্বশুরের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) রাতে আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এর আগে শনিবার বিকালে নওশাদুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। একইদিন দুপুরে পুলিশ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে।

রবিবার নওশাদুল আমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের বাবা তারেক ইমতিয়াজ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নওশাদুল আমিন ও তার মার বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে নওশাদুলকে গ্রেপ্তার করে আমরা আদালতে প্রেরণ করি। তদন্তের পর বিজ্ঞ আদালতে আমরা প্রতিবেদন জমা দেব, তবে এখন পর্যন্ত নওশাদুলের মাকে আমরা খুঁজে পাইনি।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ১০টায় কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ রয়েছে। নওশাদুল আমিন ও রেহেনুমা ফেরদৌসের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

খালেদ/ পোস্টকার্ড ;