শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়তে পারে 

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়তে পারে 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়তে পারে 

পোস্টকার্ড শিক্ষাঙ্গন ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা করে আরো একমাস বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র বলছে, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রণালয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে।

সূত্র বলছে, সরকার এই শীতে শিক্ষার্থীদের কোনো ঝুঁকিতে ফেলতে চাচ্ছে না। ফেব্রুয়ারির পর শীত কমলে এবং ভ্যাকসিনের সহজলভ্যতা বিবেচনা করে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সে ক্ষেত্রে বলা যায়, আরো এক দফা ছুটি বাড়ানো হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ছুটি বাড়ানো কিংবা কমানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। এ বিষয়ে আমরা কেবল প্রস্তাব দিতে পারি। তবে পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে তাতে স্কুল না খোলার সম্ভাবনাই বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক গোলাম ফারুক বলেন, এই পরিস্থিতিতে স্কুল খোলার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। আমরা বিষয়টি শিক্ষামন্ত্রীকে বলেছি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন।

তবে মাউশির আরেকটি সূত্র বলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ দফায় মাত্র ১৫ দিন ছুটি বাড়বে। ১৬ জানুয়ারি পর্যন্ত থাকা বন্ধ বাড়িয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ করা হতে পারে ।