শেখ হাসিনাকে হত্যা করা ছিল ঘাতকদের মূল র্টাগেট - ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

শেখ হাসিনাকে হত্যা করা ছিল ঘাতকদের মূল র্টাগেট - ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন
শেখ হাসিনাকে হত্যা করা ছিল ঘাতকদের মূল র্টাগেট - ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

শেখ হাসিনাকে হত্যা করা ছিল সে দিন ঘাতকদের মূল র্টাগেট। শেখ হাসিনা মারা গেলে আজ তারা দেশকে লুটেরাদের দেশে পরিণত করতো। ২১ আগস্ট গ্রেনেড চার্জ করে জনপ্রিয় নেত্রী আইভি রহমানসহ অনেক প্রতিভাবান নেতার মৃত্যু নিশ্চিত করে। এসব নেতাদের কারণে দেশের অপুরনীয় ক্ষতি হয়েছে।

 

শেখ হাসিনা কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ডে কুমিরা ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে আওয়ামীলীগের সভাপতি মো.কামাল উদ্দিন সওদাগরের সভাপতিত্বে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শহীদদের শোক দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ও গৃহায়ন ও গণপূত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রীবমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু আমাদের দেশের স্বপ্নের নায়ক। এ স্বপ্নের নায়কের জন্ম না হলে আমরা স্বাধীন ও সার্বভোম দেশ পেতাম না। মাথা উচু করে কথা বলতে পারতাম না। স্বাধীনতাবিরোধীরা বার বার চেষ্টা করেছে বঙ্গন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে,কিন্তু শেখ হাসিনার সাথে বাংলাদেশের ভাগ্যউন্নয়ন জড়িত হওয়ায় তা সম্ভব হয়ে উঠেনি। শেখ হাসিনার উন্নয়নের কারণে সীতাকুন্ড, মীরশ্বরাই ও সোনাগাজি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে।

আর এই অর্থনৈতিক অঞ্চল চালু হলে তিন উপজেলার প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান হবে।’ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসি ও কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ দিদারুল আলম এমপি। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা এখনো সজাগ রয়েছে। বিশেষ করে তাদের দৌসররা আগস্ট মাস আসবে মাথা চাঁড়া দিয়ে দাড়াতে চেষ্টা করে।

তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.ফখরুদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন সাবেরি,সদস্য নুরুল আলম কোম্পানী ও আলহাজ্ব মো.ইদ্রিস,উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত মো.ইসহাক,সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল বাকের ভ’ইয়া,জেলা পরিষদের সদস্য আ.ম.ম.দিলশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি,ইউপি চেয়ারম্যান যথাক্রমে সৈয়দপুর তাজুল ইসলাম নিজামী,বারৈয়াঢালা রেহান উদ্দিন রেহান,বাড়বকু- সাদাকাত উল্ল্যা মিয়াজিসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।