শুধুমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে - সীতাকুণ্ডে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

শুধুমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে -  সীতাকুণ্ডে এমপি  দিদার
শুধুমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে - সীতাকুণ্ডে এমপি দিদার

আমাদের বর্তমান শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন মাতৃভুমি আয়োজিত শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম এমপি একথা বলেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে হলে শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। তিনি সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে আলোর পথে এগোতে আহবান জানান।
মাতৃভুমির উপদেষ্টা লায়ন মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাংলাদেশ স্কাউট সীতাকুণ্ড উপজেলা কমিশনার মো. জাহাঙ্গীর ভুঁইয়া। অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী, দিদারুল আলম এপেলো, সীতাকুণ্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভুমির সাধারণ সম্পাদক শিপলু দাশ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুব্ধ করতে স্বদেশবোধের শপথবাক্য পাঠ ও জঙ্গিবাদসহ সমাজের অসঙ্গতিগুলো ‘না’ শব্দের মাধ্যমে প্রত্যাখ্যান করা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।