শরীরে ব্লিচিং পাউডার ছিটানো যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর

শরীরে ব্লিচিং পাউডার ছিটানো যাবে না:  স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক।।

স্বাস্থ্য অধিদপ্তর মানা করলো ব্লিচিং পাউডারের দ্রবণ শরীরে ছিটাতে । এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে দেশের সব সিভিল সার্জনদের কাছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাম্প্রতিক সময়ে জীবাণুনাশক ছিটানোর মেশিন ও ব্লিচিং পাউডারের ব্যবহার বেড়ে গেছে দেশজুড়ে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘বিভিন্ন পত্রপত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানো ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে , উক্ত কাজে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইট) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য ক্ষতিকর।’

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শাহনীলা ফেরদৌসী স্বাক্ষরিত এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘এই রূপ ছড়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে।’