শাহরুখের টাক মাথায় চমক, আসছে জওয়ান!

শাহরুখের টাক মাথায় চমক, আসছে জওয়ান!
শাহরুখের টাক মাথায় চমক, আসছে জওয়ান

বিনোদন ডেস্ক ।।

অনেক অপেক্ষার পর অ্যাকশনে ভরা ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এবার ‘জওয়ান’-এর মাধ্যমে গর্জে উঠতে প্রস্তুত বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্যান-ইন্ডিয়ান সিনেমাটিকে ঘিরে ভক্ত-দর্শকদের প্রত্যাশাপুর প্রথম টিজার উন্মোচন হলো সোমবার (১০ জুলাই) সকালে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এটিকে বলছে প্রিভিউ। এতে রীতিমতো ঝড় তুলেছেন কিং খান। বিশেষ করে টাক মাথার নতুন অবয়বে চমকে দিয়েছেন তিনি।

বিস্ফোরক অ্যাকশন দৃশ্যের বিভিন্ন ক্লিপ, চমৎকার গান এবং শাহরুখের ভয়ঙ্কর পারফরম্যান্সসহ বেশ কিছু চমকে ঠাসা ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউটি। এর শুরুতেই অ্যাকশন দৃশ্যের নেপথ্যে শোনা গেছে তার চিরচেনা কণ্ঠ। তিনি বলেন, ‘আমি কে? আমি কী? জানি না। মাকে দেওয়া ওয়াদা কিংবা অপূর্ণ লক্ষ্য আমি। আমি ভালো কিংবা মন্দ, আমি পুণ্য কিংবা অভিশাপ। নিজেকে প্রশ্ন করুন– কারণ ভালো-মন্দ যাই হোক, আপনিই আমি। রেডি!’ তখন তার মুখের একপাশ মুখোশে ঢাকা দেখা যায়।

এরপর পর্দায় নিজের নাম ভেসে উঠতে তিনি বলেন, ‘নাম তো শুনেছেন নিশ্চয়ই! সবে তো শুরু। মেয়েরা, অভিযানে যেতে তৈরি তো?’ তখন একদল তরুণী বলেন, ‘তৈরি চিফ।’ তারপর মেয়েদের কয়েকটি অ্যাকশন দৃশ্যের ক্লিপ সামনে আসে। ধারণা করা হচ্ছে, বড় পর্দায় লেডি টিমকে নেতৃত্ব দেবেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

প্রিভিউর সবশেষে রয়েছে মূল চমক। তখন দেখা যায়, একটি ট্রেনস্টেশনের বেঞ্চে প্রায় সারা মুখে ব্যান্ডেজ নিয়ে বসে আছেন শাহরুখ। ট্রেন আসার পর বগিতে ঢোকার সময় তিনি বলেন, ‘যখন আমি ভিলেন বনে যাই, তখন কোনো নায়কই আমার সামনে দাঁড়ানোর সুযোগ পায় না।’ কথাগুলো বলতে বলতে ব্যান্ডেজ খুললে তাকে টেকো হিসেবে দেখা যায়। এরপর বগির ভেতরে যাত্রীদের সামনে টাক মাথায় সানগ্লাস চোখে এবং ওয়াকিটকি হাতে হারানো দিনের একটি গানের তালে নেচে হাসির খোরাক জুগিয়েছেন তিনি। এটি হলো ‘বিশ সাল বাদ’ (১৯৬২) সিনেমায় হেমন্ত কুমারের গাওয়া ‘বেকারার কারকে হামে’।

দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করেছেন শাহরুখ। ৩৬ বছর বয়সী এই নির্মাতা তামিল সিনেমা ‘রাজা রানি’ (২০১৩), ‘থেরি’ (২০১৬), ‘মেরসাল’ (২০১৭), ‘বিগিল’ (২০১৯) বানিয়ে সফল হয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়ার দক্ষতার সুবাদে ‘জওয়ান’ নির্মাণের দায়িত্ব পেয়েছেন তিনি। তার মুন্সিয়ানায় সিনেমাটি ভারতের বিভিন্ন ভাষাভাষি দর্শকদের মধ্যে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

প্রিভিউতে বিভিন্ন লুকে হাজির হয়েছেন শাহরুখ খান, এভাবে তাকে আগে কখনো দেখার সুযোগ পায়নি ভক্তরা। সেই সঙ্গে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির একঝাঁক তারকার উপস্থিতি উন্মোচিত হয়েছে এতে। এর মাধ্যমে নয়নতারা ও বিজয় সেতুপতির অভিষেক হচ্ছে বলিউডে। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সঞ্জিতা ভট্টাচার্য, আলিয়া কুরেশি, রিধি দোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবরা, গিরিজা ওক, লেহার খান। বিশেষ একটি চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সিনেমাটির আবহ সংগীত এবং গান সুর করেছেন অনিরুদ্ধ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন তিনি। এতে আরো থাকছে গ্র্যামি মনোনীত গায়িকা রাজা কুমারির গাওয়া দ্রুতলয়ের গান ‘দ্য কিং খান র‍্যাপ’। তিনি ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান র‍্যাপার। প্রিভিউতে এটিও শোনা গেছে। ইতোমেধ্যে সিনেমাটির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৩৬ কোটি রুপিতে।

বহুল প্রতীক্ষিত ‘জওয়ান’ তৈরি হয়েছে বিশাল বাজেটে। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান এবং গৌরব ভার্মা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা।

খালেদ / পোস্টকার্ড ;