সাকিব ৮২ শতাংশ ভোট পেয়েও সেরা হলেন না

সাকিব ৮২ শতাংশ ভোট পেয়েও সেরা হলেন না
সাকিব ৮২ শতাংশ ভোট পেয়েও সেরা হলেন না

পোস্টকার্ড (ক্রীড়া ) ডেস্ক ।।

টুইটারে আন্তর্জাতিক বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে একটি পোলের (ভোট) আয়োজন করে ভারত আর্মি। তাদের এ পোলে সর্বোচ্চ ৮২ শতাংশ ভোট পেলেও সেরা মনোনিত হননি সাকিব আল হাসান।

ভারত আর্মির এ আয়োজনে সাকিবের সঙ্গে মনোনয়ন পান ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফরম করা স্টিভ স্মিথ এবং সবশেষ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

বৃহস্পতিবার নির্বাচিত বিজয়ীর নাম প্রকাশ করে ভারত আর্মি। বিজয়ী হিসেবে স্টোকসের নাম ঘোষণা করে তারা। অথচ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাকিব। পোল শেষে বাংলাদেশি ক্রিকেটার একাই পেয়েছেন ৮২ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা স্টোকস পান মাত্র ৮% ভোট। এছাড়া কেন উইলিয়ামসন ৬% এবং স্টিভ স্মিথ ৪ % ভোট পেয়েছেন!

ভারতীয় ক্রিকেটের সমর্থকদের বৃহত্তম গোষ্ঠীর এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন ক্রিকেটভক্তরা। অনেকে এটাকে ইতিহাসের জঘন্যতম প্রতারণা হিসেবে অভিহিত করছেন। ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো তোপ দাগছেন গোষ্ঠীটির ওপর। তাদের প্রশ্ন, ভারত আর্মিই যদি সেরা খেলোয়াড় নির্বাচন করবে, তা হলে পোলের নামে এই তামাশা করার কী দরকার ছিল?

প্রতিবছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‌‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার দেয় ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় গ্রুপ ভারত আর্মি।