সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- এস এম গোলাম খালেক

সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- এস এম গোলাম খালেক

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ত লেখালেখি হচ্ছে।। তম্মধ্যে বেশিরভাগ লেখাই নেগেটিভ ও ভীতিকর পরিবেশ সৃষ্টির সহায়ক।। এ মহামারীতে যেকোন কেউ সংক্রমিত হতে পারে।। সংক্রমিত মানুষের মধ্যে হয়তো কিছু মানুষ মারাও যেতে পারে।। এটা পৃথিবীর সব উন্নত দেশগুলোতেও হচ্ছে।। আমরা একটা উন্নয়নশীল ও ঘনবসতিপূর্ণ দেশের মানুষ।। সুতরাং এখানেও এ মহামারী ছোবল মারবে।। আমাদের চেষ্টা করতে হবে সকল সীমাবদ্ধতার মাঝেও সচেতনতা বজায় রাখা এবং ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যবিধি মেনে চলা -যদিও জাতিগত হিসাবে এটা মেইনটেইন করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জও বটে।। তবুও আমরা যুদ্ধজয়ী একটা জাতি।। ১৯৭১ এ আমরা মনোবল হারাইনি বলে জিতেছিলাম, ইনশাআল্লাহ আমরা এবারো জিতবো।। সবার মনে অদম্য সাহস সঞ্চার করতে হবে।। মানুষ আক্রান্ত হলে এমন সংবাদ পরিবেশন করা উচিত নয় যে, আক্রান্ত ব্যক্তির সাথে তার পরিবার,আত্মীয়- পরিজন, প্রতিবেশীরাও দূর্বল হয়ে পড়ে।। করোনা সদৃশ রোগের সাথে আমরা সারাবছর লড়াই করি(যেমন-সর্দি,কাশি,জ্বর,পেটের পীড়া, মাথাব্যথা ইত্যাদি)।। আমরা নিয়মিত ওষুধ সেবন করে এর থেকে মুক্তও হয়ে যাই।। এমনকি অধিকাংশ ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছেও যাই না।। তবে করোনার চরিত্র একটু আলাদা।। অন্যদিকে এর প্রতিষেধকও এখনো আবিষ্কৃত হয়নি।। সুতরাং অবহেলা না করে সতর্ক হয়ে চললে এ রোগের ঝুঁকি অনেকটাই কম।। আর এ সময় আমরা সবাই একটু সতর্ক হয়ে চলি।। বাসায় থাকবো।। প্রয়োজন ছাড়া বের হবো না।। সামাজিক দূরত্ব বজায় রাখবো।। বাইরে যাবার সময় মুখে মাক্স পরবো।। বাসায় এসে কোনকিছু স্পর্শ করার আগে হাত ধুয়ে ফেলবো।। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে সাহস যোগাবো।। আসুন সবাই মিলে আমরা এ বৈশ্বিক মহামারী থেকে মুক্তির জন্য পরম করুনাময় আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করি।। ইনশাআল্লাহ আঁধারের অমানিশা শেষে আলোর শিখা প্রজ্বলিত হবেই।।