সিডিএ চেয়ারম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শনে

সিডিএ চেয়ারম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শনে
সিডিএ চেয়ারম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শনে

পোস্টকার্ড ডেস্ক ।।

লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ।

মঙ্গলবার সকাল ৯টায় প্রকল্প ২টি সরজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে চেয়ারম্যান যানজট নিরসনের লক্ষ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রিং রোডের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, পিডিবি, বিটিসিএল, কেজিডিসিএল, ওয়াসাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

কাজ চলাকালীন সৃষ্ট প্রতিবন্ধকতাসমূহ দ্রুত নিরসন করে প্রকল্প কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রকল্প দুটির সংশ্লিষ্ট পরিচালক ও ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ইয়ার্ড এবং নির্মাণ সামগ্রী পরীক্ষার জন্য সাইটে স্থাপিত ল্যাবরেটরি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (আইপিডি) রাজীব দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।