সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপন
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি।।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এর উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আট ঘটিকায় তোপধ্বনির ও জাতিয় পতাকা উত্তলনের মাধ্যমে মুজিববর্ষের সূচনা করেন উপজেলা নির্বাহি অফিসার মিল্টন রায়।

সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পন, কেক কাটা ও সংক্ষিপ্ত আলেচনায় উপজেলা নির্বাহি অফিসার মিল্টন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এস এম আল মামুন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড সার্কেল শম্পা রাণী শাহা, অফিসার ইনচার্জ ফিরোজ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলিমউল্লাহ, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সীতাকুণ্ডে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তবে করোনাভাইরাসের কারণে দিবসটির নানা আয়োজন কাটছাঁট করা হয়েছে।

এ  সময় প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম বলেন, ‘আজ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের৷ যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের জন্ম হতো না। আজকে আমরা সেই মহান ব্যক্তির জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখে ছিলেন। আমি মনে করি আজকে আমাদের আবারো প্রতিজ্ঞা করার দিন। এ কারণে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকেও সহযোগিতা করা উচিত।

অপরদিকে একই দিন সন্ধায় সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে।