সীতাকুণ্ডে উপজেলা পরিষদের সামনে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ডে উপজেলা পরিষদের সামনে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
সীতাকুণ্ডে উপজেলা পরিষদের সামনে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

সীতাকুণ্ডে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. কোরবান আলী সোহেল (৩০) উপজেলার মুরাদপুর ইউনিয়নের দেলু মিয়া সওদাগর বাড়ির দেলু মিয়া সওদাগরের ছেলে।

সোহেল পেশায় একজন লরি চালক। তিনি বিএনপি নেতা কালাম হত্যা মামলার আসামি।

জানা যায়, রাতে সোহেল মোটরসাইকেল চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা পরিষদ অংশ অতিক্রমকালে সিএনজি অটোরিকশা যোগে একদল দুর্বৃত্ত এসে সোহেলকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন বলেন, ছেলেটির শরীরে তিনটি গুরুতর ছুরিকাঘাত আছে। এছাড়া আরো বেশ কিছু ছোট আঘাত রয়েছে। এসবের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, সোহেল একজন ছাত্রদল কর্মী। কিন্তু কারা কি উদ্দ্যেশ্যে তাকে কুপিয়ে হত্যা করল তা এখনো অস্পষ্ট।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুস্কৃতিরা তাকে সিএনজিযোগে এসে এলোপাথারী কুপিয়ে হত্যা করেছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।