সীতাকুণ্ডে চলাচলের রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ

সীতাকুণ্ডে চলাচলের রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ
সীতাকুণ্ডে চলাচলের রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ মছজিদ্দা গ্রামের ধোয়া পুকুর এলাকায়  ভাড়া বাসার চলাচলের রাস্তা দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, একই এলাকার মুন্নি আক্তার, মর্জিনা আক্তার, ছালামত আলী, সুজন,শফি,মুন্না সহ অজ্ঞাত ১০/১২ জন একত্রিত হয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করে। তাদের কাজ নারী ও পুরুষের নামে জায়গা জমি বয়নাপত্র করে পরে কৌশলে জবর দখল করে নেওয়া। জমির মালিকপক্ষ বাঁধা দিতে আসলে তাদের নারী নির্যাতন বা ধর্ষণ ও শ্লীলতাহানি মামলায় ফাঁসিয়ে হয়রানি করে।

ভুক্তভোগী এস এম হারুনুর রশিদ ইব্রাহিম  বলেন, শুক্রবার গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে আমার ভাড়া বাসার ভাড়াটিয়াদের চলাচলের গেইটের সামনে মুন্নি আক্তার এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল ভাড়াটিয়াদের জিম্মি করে অবৈধ ভাবে ইট সিমেন্ট দিয়ে একটি দেওয়াল নির্মাণ করে আমার ভাড়াটিয়াদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় আমি সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করি।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আমি এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চাই।

এই বিষয়ে ৩ নং ওয়ার্ড মেম্বার ইউসুফ শামিম  বলেন, আমার কাছে এই অভিযোগ করেছেন হারুনুর রশিদ ইব্রাহিম আমি জানি এই জায়গাটি বায়নাপত্র  হয়েছে এখনো রেজিস্ট্রার হয়নি একটি ঘর ও করা হয়েছে কিভাবে করা হয়েছে এবিষয়ে আমার জানা নাই। তবে চলাচলের রাস্তা এইভাবে বন্ধ করা যায়না এইটা আইনি অপরাধ। আমার কাছে অভিযোগ এসেছে রাত দেড়টার দিকে এই দেওয়াল নির্মাণ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;