সীতাকুণ্ডে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দা কিরিচ লোহার পাইপ!

সীতাকুণ্ডে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দা কিরিচ লোহার পাইপ!
সীতাকুণ্ডে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দা কিরিচ লোহার পাইপ!

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ড পৌরসভার ডেবার পাড়স্থ কথাকলি জুনিয়র বিদ্যালয়ের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । জব্দকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২টি মাঝারি আকারের কিরিচ, কাঠের বাটসহ একটি লম্বা কিরিচ, হাতল বিহীন একটি কিরিচ, তিনটি দা এবং একটি এসএস পাইপ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে ওই বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ভূঁইয়া জানান, ওই বিদ্যালয়ের একটি কক্ষে বেশ কিছু দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারেন তাঁরা। পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের কক্ষের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের দেশীয় সাতটি ধারালো অস্ত্র ও একটি ২৪ ইঞ্চি লম্বা এসএস পাইপ উদ্ধার করা হয়। তবে জড়িতদের আটক করা যায়নি।

এসআই নাছির উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পৌর সদর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কেউ বিদ্যালয়ের কক্ষের ভেতরে এসব অস্ত্র লুকিয়ে রেখেছিল। অস্ত্র উদ্ধারের পর থেকেই তাদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, কয়েকদিন আগে ওই এলাকা থেকে গ্রেপ্তার হয় ১৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মো. আবু জাফর। এরপর তার বাকি সঙ্গীদের ওপর নজরদারি চালাতে গিয়ে ওই স্কুলে অস্ত্র লুকিয়ে রাখার খবর পাই। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি কিরিচ, তিনটি দা এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি দে জানান, স্কুলের পাশের বেড়া ভেঙে গেছে। এই সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে কেউ অস্ত্রগুলো রেখে যেতে পারে। এ বিষয়ে কিছু জানেননা বলে জানান  তিনি। 

খালেদ / পোস্টকার্ড;