যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ডের যুব সংগঠনের মতবিনিময়

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ডের যুব সংগঠনের মতবিনিময়
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ডের যুব সংগঠনের মতবিনিময়

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডের বিভিন্ন যুব সংগঠনের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন ।

শনিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন যুব সংগঠন গুলোর জন্য দুই ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড এবং অর্থনৈতিক কর্মকান্ড এই দুই ক্যাটাগরিতে মোট ছয়টি সংগঠনকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

‘দেশে এক ইঞ্চি জমিও পতিত রাখা হবে না’ স্লোগান দিয়ে তিনি বলেন যেসব যুব সংগঠন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড যেমন পতিত পুকুরে মাছ চাষ, অনাবাদী জমিতে সবজি চাষ অথবা বাণিজ্যিকভাবে ফল চাষ ও গবাদিপশুর খামার গড়ে তুলতে পারবে তাদের পুরস্কৃত করা হবে। আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে মোট ছয়টি সংগঠনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতি তিন মাস পর পর সংগঠনের কর্মকাণ্ড বিশ্লেষণ করা হবে। সামাজিক সংগঠনগুলোর মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টির জন্য তিনি আহবান জানান।

তিনি বলেন, যুবকরা এ দেশের প্রাণশক্তি তারা যদি সমাজের ভালো কাজ, উন্নয়নমূলক কাজ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখে তাহলে এই দেশের সার্বিক অবস্থা পরিবর্তন হতে বাধ্য। সেই সাথে ২০২৩ সালে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে এর থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। বিশ্বব্যাপী যত বিপর্যয় আসুক আমরা যদি ভাত, মাছ এবং সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো।

খালেদ / পোস্টকার্ড